Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

সেবা সমূহঃ

বাংলাদেশের যে কোন বেকার যুবক/ যুব মহিলা যাদের বয়স ১৮-৩৫ বছরের মধ্যে তারাই কেবল প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

প্রশিক্ষণের ধরন দুই প্রকারঃ

ক) অ-প্রাতিষ্ঠানিক বা স্বল্প মেয়াদী ৭-১০দিন।

খ) প্রাতিষ্ঠানিক বা দীর্ঘ মেয়াদী -১- ৩ মাস 


ঋনের সিলিংঃ


ক) অ-প্রাতিষ্ঠানিক ট্রেডে সর্বনিন্ম ৪০,০০০/= থেকে ৬০,০০০/= টাকা

খ) প্রাতিষ্ঠানিক ট্রেডে সর্বনিন্ম ৬০,০০০/= থেকে ১,০০,০০০/= টাকা

> প্রশিক্ষত যুবক/ যুব মহিলা সাদা কাগজে কর্মকর্তা বরাবরে ঋনের জন্য

আবেদন করিবেন।

Ø কর্মকর্তা ৭ (সাত) দিনের মধ্যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দ্বারা যাচাই বাছাই নিশ্চিত করিবেন। উপযুক্ত বিবেচিত হলে আবেদন কারীকে ২০ টাকা (অফেরত যোগ্য) নির্ধারিত ফরম ক্রয় করার পরামর্শ দিবেন।

Ø আবেদনকারী নির্ধারিত ফরম পূরন করে ৭ (সাত) দিনের মধ্যে নিন্মোক্ত তথ্যসহ আবেদন পত্র উপজেলা কার্যালয়ে দাখিল করবেন।

Ø পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি ।

Ø প্রশিক্ষনের মূল সনদ।

Ø জমির দলিল/ নাম জারির (খারিজ) মূল কাগজ ও খাজনার হালনাগাদ রশিদ এক সেট।


- দপ্তরের কার্যাবলীঃ-


পারিবারিক হাঁস-মুরগী পালন।

ব্রয়লার পালন ও খামার স্থাপন, লেয়ার মুরগী-পালন ও খামার স্থাপন,

উন্নতমানের হাঁস -পালন ও খামার স্থাপন

গবাদী পশু পালন।

গরু মোটাজাতা করণ, গাভী পালন, ছাগল পালন।

মৎস্য চাষ বিষয়ক।

মৎস্য চাষ, চিংড়ী চাষ।

কৃষি বিষয়ক। 

শাক-সবজি চাষ, নার্সারী, ফুলের চাষ, ফলের চাষ, বনায়ন

সংগঠনক্লাব তালিকা ভুক্তি করণ।

সংগঠন/ক্লাবের মাধ্যমে যুব সমাজের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ দান।

যুব ঋণ কর্মসূচী। 

প্রশিক্ষত যুব/যুব মহিলাদের মাঝে আত্ন কর্মসংস্থানের জন্য যুব ঋণ প্রদান।

অন্যান্যঃ।

পাটজাত পন্য তৈরী, মৌমাছির চাষ হস্ত শিল্প, বেড কভার, শপিং ব্যাগ।

প্রকল্প পরিদর্শন ও প্রকল্পের উন্নয়নের গুনগত মান নিশ্চিত করণসহ বিভাগীয় প্রশাসনিক অন্যান্য দায়িত্ববলী বাসত্মবায়ন।


Ø জনস্বার্থে যে কোন সেবা ।

Ø সেবা প্রদানকারীঃ

Ø সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ভাঙ্গুড়া, পাবনা।

Ø ক্যাশিয়ার।

Ø অফিসসহকারী কাম-কম্পিউটার অপারেটর।

Ø যথা সময়ে সেবা না পেলে যোগাযোগঃ

Ø উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ভাঙ্গুড়া, পাবনা।


Ø সেবা গ্রহণকারীঃ

Ø প্রকল্প গ্রহণকারী যুব/যুব মহিলা ও অন্যান্য

Ø সেবা প্রদানের সময়ঃ

    অফিস সময়।

১।বিভিন্ন ট্রেডে যুব ও যু্ব মহিলাদের প্রশিক্ষণ।

২। প্রশিক্ষনের মাধ্যমে যুব ও যুব মহিলাদের আত্নকর্মী করা।

৩। প্রশিক্ষন প্রাপ্ত যুবদের মধ্যে ঋন বিতরন।

৪। উপকার ভোগীর সংখ্যা ৬০৬ জন।

৬। যেৌতুক প্রথা সম্বন্ধে যুব ও যুব মহিলাদের সচেতনতা বৃদ্ধি।

৭। বৃক্ষরোপন অভিযান।

৮। ছাগল পালন প্রশিক্ষণ।

৯। যুব সংর্গঠণ তালিকাভূক্তি।

১০। নেটওয়ার্ককিং জোরদারকরণ প্রকল্পের আওতায় ২টি যুব সংগঠনের মাধ্যমে বেকার যুব ও যুব মহিলাদের বিভিন্ন সচেতনামূলক প্রশিক্ষন প্রদান করা হয়।

এছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে ভাম্যমান প্রশিক্ষণ করানো হয়ে থাকে।